রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে তারা। বাংলাদেশ সময় রোববার ভোরে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে শিরোপা নির্ধারণের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে কোয়ার্টার ও সেমিফাইনালের মতোই এই ম্যাচেও অনিশ্চিত দলটির তরুণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। অল্প কয়েকদিনের মধ্যেই আর্জেন্টিনার রক্ষণ ভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেছিলেন তিনি। কিন্তু চলতি কোপার মাঝপথেই হাঁটুর ইনজুরিতে পড়েন রোমেরো। সর্বশেষ ম্যাচ খেলেন প্যারাগুয়ের বিপক্ষে।
এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে তাকে খেলাননি কোচ। একাদশে ছিলেন না কোয়ার্টারে ইকুয়েডর ও সেমিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও। এবার তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মারাকানার ফাইনালে খেলা নিয়েও।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, এখনো শতভাগ ফিট নন তিনি। আগের দুই ম্যাচে সাবসিউটিউট বেঞ্চেও ছিলেন না রোমেরো। এটিও ফাইনালে তাকে খেলানোর অনিশ্চয়তা বাড়িয়েছে।
যদিও এখনই তার না খেলার ব্যাপারটি চূড়ান্ত হয়নি। দলের সঙ্গে আংশিক অনুশীলনও করেছেন তিনি। তবে ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট এখনো রোমেরো নন বলেই জানা গেছে। যদিও ফাইনালের আগে নিজেকে তৈরির জন্য সময় পাচ্ছেন তিনি।