পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ দেখলে মাস্ক পরবেন, নইলে পরবেন না এটা আত্মপ্রতারণা। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন। চলমান লকডাউন দুই সপ্তাহ, অনেক বেশি দিন না। এই দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। দেশ ও জাতিকে করোনা থেকে মুক্তি দিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গতকাল দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে এক হাজার অসহায় ও দুস্থ মানুষকে খাবার, নগদ অর্থ, মাস্ক ও সাবান দেওয়া হয়।
আইজিপি বলেন, কঠোর লকডাউনেও অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই আবার লকডাউন কেমন হচ্ছে, তা দেখতে বের হচ্ছেন। নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে দোষ দেবেন, এটা ঠিক না। তিনি বলেন, যারা সচ্ছল আছেন, তারা সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা যদি সবাই মিলে হাত লাগাই, তাহলে শিগগিরই এই মহামারী মোকাবিলা করতে পারব। তিনি বলেন, ক?রোনা পরিস্থি?তি?তে অসহায় মানুষগুলো আমাদের কমিউনিটিরই অংশ। তাদের? স?ঙ্গে নি?য়েই বাঁচ?তে হ?বে।
অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, মাস্ক পরলে এবং ভ্যাকসিন নিলে আমরা ভালো থাকব। প্রধানমন্ত্রী এক কোটি লোকের জন্য সাহায্যের উদ্যোগ নিয়েছেন। মানুষকে সচেতন করার জন্য আমরাও আগামী সপ্তাহ থেকে মাস্ক বিতরণ শুরু করব। দেশের হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের সমস্যা আছে, এগুলো দূর করতে চেষ্টা করব।