ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫), শহীদুল ইসলাম (৪৫), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন (৭০) ও পূর্বধলার আব্দুল মতিন (৬৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মুখলেসুর রহমান (৬৫), মিরজান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫), গফরগাঁওয়ের কুলসুম বেগম (৫৫), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫), ঝিনাইগাতীর যশতিয়া রানী (৪০) ও টাঙ্গাইল সদরের আব্দুল জলিল (৬৫)।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৬২ জন।
ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৮৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।