নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫২ জনে দাঁড়াল। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম ব্যাপারীকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম ব্যাপারী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়াও যারা আহত হয়েছেন তাদেরকে ১০ হাজার টাকা করে দেয়া হবে।
এদিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, যে ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে তাদের চেহারা বোঝা যাচ্ছে না। তাদেরকে চিহ্নিত করার জন্য ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো কারখানার দুটি ফ্লোরে উদ্ধার চালানো বাকি আছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে