আহসান হাবীব আরমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ ৮ মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর পুটারবিল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম বীরনগর গ্রামের সাহেব আলীর ছেলে মনির হোসেন(৩০),বালিঘাটা মহাজের কলোনীর আলী হোসেনের ছেলে নুরুজ্জামান হোসেন (৫০),পূর্ব বালিঘাটা গ্রামের আনিছুর রহমানের ছেলে নাসিবুর রহমান ওরফে নিরব (২০),সেকেন্দার আলীর ছেলে সৈয়দ সালাউদ্দিন (৩৮),মোকছেদ আলীর ছেলে আমির হোসেন (সোহেল) (২৫), দমদমা গ্রামের আঃ সামাদের ছেলে মাসুম (৩২),জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মোকছেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩৭) ও টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রামের আঃ ছামাদের ছেলে ফারুক রানা (৩০)।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) গোলাম সরোয়ার জানান,পশ্চিম বীরনগর পুটারবিল গ্রামের বেলাল হোসেনের বাড়ীতে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও মাদক ক্রয়-বিক্রয়ের অর্থ উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আজ শুক্রবার জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।