জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতী গােসাইর ভিটা গ্রামের প্রভাষ, শ্রীধর, পরিমল, মিঠুন ও সাইদুর রহমান গতকাল শুক্রবার ১১টার দিকে গােসাইর ভিটা গ্রামের প্রাচীন একটি বাড়ীর ধংসস্তুপ থেকে ইট,পাথর সংগ্রহ করতে যায়। এসময় ইট পাথর সরিয়ে ফেললে মাটির নিচে এ মূর্তিটি দেখতে পান তারা। সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে সুখাতী গােসাইর ভিটা (কাশির ডারা কয়াপাড়া) গ্রামের প্রভাষের বাড়ীতে সংরক্ষণে রাখেন তারা। বিষয়টি এলাকায় জানাজানি হলে মূর্তিটি
একনজর দেখতে শত শত মানুষ ভীড় জমে উঠে । প্রাথমিক ভাবে জানা যায় পাথরের তৈরী মূর্তিটির ওজন ২০কজিরও বেশী।গ্রামের প্রবীণ বৃদ্ধা চঞ্চলা বালা বলেন, জনশ্রুতি আছে কয়েকশ বছর পূর্ব গােসাইর ভিটায় গােসাই নামের এক রাজার বসবাস ছিল। তারই নামে গ্রামের নামকরণ হয়েছে গােসাইর ভিটা। এটি ওই পুরনাে রাজবাড়ীর মূর্তি হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান,গাে-মূর্তিটি গােসাইয়ের ভিটা গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে শনিবার বিকেলে উদ্ধার করে নাগেশ্বরী থানা হেফাজতে রাখা হয়েছে। জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করা হয়েছে। পরবর্তীত মন্ত্রণালয়ের প্রতত্ব বিভাগের নির্দেশনা মােতাবেক কাজ করা হবে।