এম.এ শরিফ , ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীণ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।
শনিবার (১০ জুলাই) বিকালে তিতি পৌরসভা কেন্দ্রীয় ঈদগায় মাঠে কর্মহীন পরিবহন শ্রমিক ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
মেয়র মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস বিদ্যমান পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা থেকে খাদ্য সামগ্রী আসেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র তত্ত্বাবধানে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবলীগে, শ্রমিকলীগের নেতাকর্মীরা ও ওয়ার্ড কাউন্সিলরগণ।