ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যত্রযত্র বহিরাগত কিছু অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। শিক্ষার্থী ও নারী চিকিৎসকরা কলেজে বা হাসপাতালে যাওয়ার সময় প্রায়ই পার্কিং করা এসব অ্যাম্বুলেন্স চালকদের যৌন হয়রানির শিকার হন।
এমন অভিযোগ করেন মমেকের নারী শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১০ জুলাই) দুপুরে এমন অভিযোগ এনে হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার চেয়ে মমেক ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে।
একই সঙ্গে নারী চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে মমেকের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জরুরি বিভাগের সামনে যত্রতত্র বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের যৌন হয়রানি করেন। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং উত্ত্যক্তকারীদের গ্রেফতার করতে হবে।