এমরান হোসেন , জামালপুরঃ
জামালপুরে একদিনে নতুন করে ২৮৭ নমুনা পরীক্ষায় ৫৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুলাই ) সকালে ০১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।
গত ২৪ ঘন্টায় জেলায় ৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৫৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ২২ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ৪ জন, সরিষাবাড়ীতে ৯ জন, দেওয়ানগঞ্জে ৪ জন ও বকশীগঞ্জে ১৬ জন।
সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় মৃত ওই একজন হলেন - সরিষাবাড়ি উপজেলার চর রৌহা গ্রামের আব্দুল খালেক(৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি আরও জানান, জেলায় সর্বশেষ ২১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা পেন্ডিং রয়েছে ১৩ টি। রেফার্ড করা হয়েছে ৪১ জন করোনা রোগী। এছাড়া এ পর্যন্ত জেলায় ২৭৭৮৫ টি নমুনা পরীক্ষা করে ৩৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় মোট সংক্রমণের হার ১২.৩৩ শতাংশ।