জাকির হোসেন, ফরিদপুর:
ফরিদপুরের সালথায় উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জান ই মারজানা শারমিন এর জন্মদিনে তার পক্ষ থেকে কাপরের তৈরী মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধরণ সম্পাদক জান ই মারজানা শারমিন এর জন্মদিন উপলক্ষে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মানবাধিকার কশিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার সভাপতি এইচ. এম আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটির সদস্য মইনউদ্দিন আল আমিন তনু।
এসময় আরও উপসিাথত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামকান্তপুর ইউনিয়নের সভাপতি এ. কে. এম. শরিফুল ইসলাম (পিকুল), সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সোনাপুর ইউনিয়নের সভাপতি মোশাররফ মাসুদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খাঁন, আটঘর ইউনিয়নের সভাপতি শেখ সুমন আহমেদ, সিনিয়র সভাপতি সঞ্জিত দত্ত, গট্রি ইউনিয়নের প্রচার সম্পাদক শেখ হাচান, নাছির হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত সকলেই বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে চলুন, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না, পাশাপাশি সকলেই মাস্ক পরার অভ্যাস করুন, সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।
উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধরণ সম্পাদক জান ই মারজানা শারমিন টেলিফোনে বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমার জন্মদিনের কেক কাটায় উপজেলা মানবাধিকার কশিন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলেই স্বস্থ্যবিধি মেনে চলুন।