আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ
সেজান জুস কারখানায় শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী মালিক ও কারখানা পরিদর্শকের শাস্তিসহ নিহতদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পূণর্বাসনের দাবীতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় শহরের ১নং রেলগেট এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম জোটের জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা নিলুফার ইয়াছমিন শিল্পী, ওয়ার্কার্স পার্টি (মাকসবাদী’র) জেলা নেতা মৃণাল কান্তি বর্মণ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক রঞ্জু হাসান প্রমুখ। এসময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ ও বাসদ (মার্কসবাদী) আহবায়ক আহসানুল হাবীব সাঈদ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে বারবার এধরনের মৃত্যুর ঘটনা ঘটলেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা আরো বলেন দেশের আইনে নিষিদ্ধ হলেও সেজান জুস কারখানায় কিভাবে শিশু শ্রমিক নিয়োগ দেয়া হলো। শুধু মালিক নয় কারখানা পরিদর্শককেও গ্রেফতার করতে হবে। নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়াসহ আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জোড় দাবী জানান।