সৌমিত্র সুমন ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ৫ মণ বিভিন্ন প্রজাতির গুড়া মাছসহ ২২ হাজার ৫’শ মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।
সোমবার রাত ১ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাবনাবাদ চ্যানেল ও আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য প্রায় ২২ লাখ ৭৫ হাজার টাকা। পরে এসব অবৈধ জব্দকৃত জাল পৌর শহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয় এবং আটককৃত বিভিন্ন প্রজাতির মাছ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দর নৌ-পুলিশে ইনচার্জ এসআই শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য ক্ষেত্র অফিসার মহাসিন রেজাসহ নৌ-পুলিশের সদস্যরা।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অবৈধ জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।