জাকির হোসেন, ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় একঝাঁক তরুন ছাত্রলীগ কর্মীকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। জানা যায়, তারা ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহামেদ এর নির্দেশনায়, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেছে।
সোমবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৩০ টি পরিবারের মাঝে তারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।
সালথা উপজেলা ছাত্রলীগ কর্মী সাজিদ মাহমুদ রাব্বি এর নিজস্ব অর্থায়নে চাল, ডাল, আলু, মুড়ি, আটাসহ খাদ্য সামগ্রীর প্রায় অর্ধাশতাধিক প্যাকেট বিতরণ করা হয়।
এসময়ে সালথা উপজেলা ছাত্রলীগ কর্মী সাজিদ মাহমুদ রাব্বি বলেন, করোনা মহামারি প্রতিরোধে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, দুঃস্থ্য অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি সবজী বিতরণ, হ্যালো ফরিদপুর জেলা ছাত্রলীগ এ্যাম্বুলেন্স ও খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগ।
তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ফরিদপুর জেলার প্রতিটি ইউনিট কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ।