মহিউদ্দিন, ভোলা প্রতিনিধিঃ
ভোলা তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়ন থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ পাঁচ জনকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (১৩জুলাই)গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ১১.২০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ সামিম সরদার সঙ্গীয় অফিসার সহ অত্র থানাধীন ০৫নং শম্ভুপুর ইউনিয়নের শম্ভুপুর ০৬নং ওয়ার্ডস্থ আসামী সেলিমের নিজ বসত ঘরের সামনের বারান্দা হইতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১। মোঃ সেলিম (৩৫), পিতা-কালাম মাঝি, সাং-শম্ভুপুর ফরাজীকান্দী, ০৬নং ওয়ার্ড (মঞ্জু পাটোয়ারী বাড়ি), ২। মোঃ সোহাগ (২৮), পিতা-মোঃ হোসেন মিয়া, সাং-লামচি শম্ভুপুর, ০৭নং ওয়ার্ড, উভয় থানা- তজুমদ্দিন, জেলা- ভোলা, ৩। মোঃ সোহেল খান (২৬), পিতা-হাতেম আলী,স্থায়ী সাং-মহাদীপুর পোনা বারিয়া, ০৯নং ওয়ার্ড, থানা-ঝালকাঠী, জেলা-ঝালকাঠী, এ/পি সং-শম্ভুপুর, ০৫নং ওয়ার্ড, (আনোয়ার চৌকিদারবাড়ী), থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা, ৪। মোঃ নিজাম উদ্দিন মিজান (৩৩), পিতা-সাইদুল হক মিয়া, উভয় সাং-লামচি শম্ভুপুর, ০৭নং ওয়ার্ড, ৫। মোঃ ফরিদ উদ্দিন (৩২), পিতা-মাহফুজুর রহমান, সাং-শম্ভুপুর, ০৬নং ওয়ার্ড (মঞ্জু পাটোয়ারী বাড়ি) সর্ব থানা- তজুমদ্দিন, জেলা- ভোলাদের’কে গ্রেফতার করেন।
এদের বিরুদ্ধে ১৩জুলাই তারিখে তজুমদ্দিন থানার মামলা নং-০৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) সারণির ১৯ (ক) রুজু করা হয়। আটককৃত আসামি মোঃসেলিম এর নামে তজুমদ্দিন থানায় আরেকটি মাদকের মামলা রয়েছে বলে এসআই সামিম সর্দার জানিয়েছেন।
এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি এইচ এম জিয়াউল হক এই প্রতিবেদকে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স,আমাদের অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে ও থাকবে।আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।