বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনে উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ১০জন। যার মধ্যে ২৩জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবছর জানুয়ারি থেকে করোনা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য ১২২জন। সুস্থ্য হয়েছেন ৫১জন। মারা গেছেন ২জন। ৬৩জন রয়েছে হোম আইসোলেশনে। ৬জন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। গত বছর বাউফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫৬জন।
এদিকে, গতকাল সোমবার ১৭জনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৮জন, রোববার ২৯জনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ১৪জনের করোনা পজেটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাব মতে উপজেলায় ৫০শতাংশ মানুষের করোনা পজেটিভ আসছে।
অপরদিকে, বাউফলের প্রায় বাড়িতে সর্দি কাশি জ্বর এবং শ্বাস কষ্টের রোগী রয়েছে। তারা নমুনা পরীক্ষা কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে না এসে বাড়িতে বসেই গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা নিচ্ছেন। যার পরিনাম ভয়াবহ হতে পারে বলে জানান সচেতন নাগরিকেরা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন,‘ বাউফলে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তের হার ৪০ থেকে ৫০ভাগ। যেটা ভয়াবহ রূপ নিতে পারে।
তিনি বলেন,‘ আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যারা বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন তাদের খোঁজ খবর রাখছি। করোনা প্রতিরোধে আমাদের স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই।