যমুনা গ্রুপের প্রয়াত ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম নতুন উদ্যোক্তাদের কাছে সাহস জোগানের আধার হয়ে থাকবেন। তিনি শিল্প স্থাপন করতে গিয়ে যেসব বাধা অতিক্রম করেছেন তা জানলে উদ্যোক্তারা আরও সাহসী হয়ে উঠবেন।
এমনিতেই শিল্প স্থাপন করতে গেলে নানা বাধা আসে। সেগুলো মোকাবিলা করতেই উদ্যোক্তারা হিমশিম খেয়ে উঠেন। তার মধ্যে বড় বড় শিল্প স্থাপন করতে তো আরও বেশি ঝাক্কি-ঝামেলা পোহাতে হয়।
চলতি অর্থবছরের বাজেটে সরকার ‘মেইড ইন বাংলাদেশ’ নামে বাংলাদেশে তৈরি পণ্যের যে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি অনেক আগে থেকেই করতে শুরু করেছেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। হবিগঞ্জে যমুনা গ্রুপের বিশাল শিল্প পার্ক গড়ে উঠছে। এটি হলে ওই অঞ্চলের অর্থনীতির চেহারা বদলে যাবে।
যমুনা ফিউচার পার্ক তো দেশের অন্যতম একটি আকর্ষণীয় স্থাপনায় পরিণত হয়েছে। আগে বিত্তশালীদের একটি অংশ দেশে শপিং করতেন না। তারা সুযোগ বুঝে বিদেশে চলে যেতেন। যমুনা ফিউচার পার্ক হওয়ায় তাদের অনেকেই এখন দেশেই শপিং করেন। কেননা যমুনা ফিউচার পার্কে সেই সুযোগ ও অবকাঠামোগত সুবিধা রয়েছে।