মোঃ হিমেল মোল্যা, নড়াইল (সদর) প্রতিনিধি:
নড়াইলে করোনার সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে জেলায় ৪৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক।
বুধবার (১৪ জুলাই) নড়াইল চৌরাস্তায় মাস্ক বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুস সামাদ, ব্রাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ব্যবস্থাপক প্রকুল কুমার দাস, মাইক্রোফিন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ আজমানুল হক, টেকনিক্যাল সাপোর্ট অফিসার বিশ্বজিৎ অধিকারী, ব্র্যাক ভিশন সেন্টারের কর্মসূচি সহকারী ফুয়াদুল ইসলামসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুস সামাদ বলেন, ‘নড়াইল জেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে জেলার তিনটি উপজেলায় ৪৫হাজার মাস্ক বিতরণ কর্মসূচি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ব্রাকের কর্মকর্তা ও মাঠকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রচার-প্রচারণা চালাবেন।’