এমরান হোসেন,জামালপুর প্রতিনিধিঃ
'মাস্ক পরার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সংক্রমণের দ্বিতীয়ধাপ মোকাবেলায় সারাদেশে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ করেছে জামালপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার(১৫ জুলাই) সকাল ১১টায় জামালপুর শহরের তমালতলা মোড়ে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে অটোরিক্সা, রিক্সা চালকসহ সাধারন পথচারিদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খাঁনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ এ সময় প্রায় পাঁচ শতাধিক অটোরিক্সা, রিক্সা চালক,যাত্রী ও সাধারন পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন।