রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন রৌমারী হাট ইজারাদার সোহেব আহমেদ। শুক্রবার (১৬জুলাই) দুপুর ২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে রৌমারী গরু-মহিষ ও ছাগলের হাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে গরু-মহিষ ও অন্যান্য পশু বেচাকেনা করার কথাও জানিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মশিউর রহমান প্রমূখ।
এব্যাপারে হাট ইজারাদার সোহেব আহমেদ জানান, করোনা ভাইরাসকে অবহেলা না করে বেশি বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়াও নিয়মিত সাবান, হ্যান্ড স্যানিজাইটার ও মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাট-বাজার কার্যকরী কমিটির সদস্যরা।