মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউট সান্তাহার রেলওয়ে জেলা উদ্যোগে করোনা সচেতনতা ঈদ যাত্রী সেবা তিন দিনব্যাপী শুরু হয়েছে। ঈদে ট্রেনযোগে ঘরমুখী মানুষের যাত্রী সেবা নিশ্চিত করতে বাংলাদেশ স্কাউট সান্তাহার রেলওয়ে জেলা সকল সদস্যবৃন্দ করোনা সচেতনতা ও ৩ দিন ব্যাপী যাত্রী সেবা প্রদান করে আসছে।
আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রীসেবায় উদ্বোধন করা হয়। এই সেবার মধ্যে রয়েছে বিনা টিকিটে কাউকে প্লাটফর্মে প্রবেশ করতে না দেওয়া, জীবনের ঝুঁকি নিয়ে রেল ভ্রমণ করতে না দেওয়া, লেভেল ক্রসিং পারাপারের সময় সতর্ক করা এবং প্লাটফর্মে অবস্থানরত সকল যাত্রী এবং ট্রেনে ভ্রমণরত সকল যাত্রীর মুখে মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক করা সহ ইত্যাদি নানাবিধ কার্যকলাপ এর কাজ করে আসছেন বাংলাদেশ স্কাউট সান্তাহার রেলওয়ে জেলা সদস্যরা।
১৮-২০ জুলাই ২০২১ইং উদ্ভাবনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন সাব ইন্সপেক্টর সান্তাহার রেলওয়ে থানা মোঃ নুরনবী হোসেন চীপ ইন্সপেক্টর, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সান্তাহার, মোঃ সুলতান সালাহউদ্দিন সম্পাদক, বাংলাদেশ স্কাউটস সান্তাহার রেলওয়ে জেলা, মোঃ আবদুল মান্নান সম্পাদক লালমনিরহাট রেলওয়ে জেলা ও হেড টিএক্সআর সান্তাহার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপো রিমা আক্তার, জেলা কাব লিডার ও সান্তাহার রেলওয়ে জেলা সহ সকল রোভার স্কাউট ছেলে ও মেয়েরা উপস্থিত ছিলেন।