আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১ নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং কুলিয়ারচর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যান আর নেই।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮ টার দিকে করোনা পজিটিভ অবস্থায় রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ আছর নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করব স্থানে দাফন করা হবে।
জানা যায়, আব্দুল খালেক চেয়ারম্যান করোনা আক্রান্তের আগে দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যা সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
তার মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চেয়ারম্যানের মৃজত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।