শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বের কাছে মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে।’ দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং অবদান এখন দৃশ্যমান । উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও শিক্ষা ও যোগ্যতা বলে নিজ নিজ অবস্থানে ভূমিকা রেখে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে নজর দিলেই এর প্রমাণ মেলে। কর্মক্ষেত্রে মেয়েদের উপস্থিতি জানিয়ে দেয় বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ সার্বিক উন্নয়ন বেগবান করেছে। ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় তাদের সময়োপযোগী অবস্থান দেশকে নিরন্তর ধারায় সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
১৯ জুলাই ২০২১ দিনাজপুর শহরের জেল রোডস্থ সিঙ্গার শো-রুমে এমপির বরাদ্দের অর্থয়ানে নারীদের মাঝে সেলাই মিশিন ও ৫ জনের মাঝে লেপটপ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এম.পি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম,পিপি. এ্যাড. মোঃ রবিউল ইসলাম রবি, সিঙ্গার শো-রুমের ম্যানেজার মুসফিকুর রহমান।