২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, শুক্রবার, ঢাকা, বাংলাদেশ
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে কোরবানির উদ্দেশ্যে জবাই করা গরুর গোস্ততে আল্লাহ’র নাম সাদৃশ্য লেখা দেখা গেছে।
বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ৭নং ওয়ার্ড কালামুল্লাহ গ্রামের আলী আজগর মিয়ার বাড়িতে এমন দৃশ্য ধরা পড়ে। সংবাদ শুনে দৃশ্যটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
স্থানীয়রা জানায়, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে একটি গরু কোরবানি করেন ধলীগৌরনগর ইউনিয়নের মোঃ শরিফ ইসলাম জয়। গরু জবাইয়ের পরে গোস্ত টুকরো করার সময় একটি উরুর গোস্তের কয়েকটি টুকরায় আল্লাহ’র নাম সাদৃশ্য লেখা দেখতে পান তারা।
মোঃ শরিফ ইসলাম জয় জানান, আল্লাহ’র নাম লেখা গোস্তের টুকরোগুলোর ছবি তুলে ফেসবুকে আপলোড করেন তিনি। মুহুর্তেই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে গোস্ততের সেগুলো দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।