আসছে শীতে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্টের প্রকোপ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্স সরকারের করোনাবিষয়ক একজন শীর্ষ উপদেষ্টা।
ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি ফ্রান্সের বিএফএম টিভিকে বলেন, ‘আসছে শীতে করোনার নতুন এক ভেরিয়েন্টের আক্রমনের সম্ভাবনা দেখতে পাচ্ছি।’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশটি। মাঝে সংক্রমণ কিছুটা কমে এলেও হঠাৎ ডেল্টা ভেরিয়েন্টের বিস্তৃতি সংক্রমণের গ্রাফটি এখন উর্ধ্বমুখী।
জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি বলেন, আমরা এখনই ধারণা করতে পারছি না, এই ভেরিয়েন্ট কতটা ভয়ঙ্কর হবে।
ফ্রান্স সরকারের শীর্ষ এ পরামর্শক তার দেশের নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করেছেন। একইসঙ্গে বলেছেন,বাড়ির বাইরে এলে তারা যেন অবশ্যই মাস্ক পরিধান করেন।
তিনি বলেন, ‘২০২২ বা ২০২৩ সালে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’