৪ জুলাই ২০২২, ২০ আষাঢ় ১৪২৯, সোমবার, ঢাকা, বাংলাদেশ
বগুড়া অফিসঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিষ্ণুমুর্তিসহ আব্দুল রশিদ (৪৮) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুর ২টায় শাঁওইল পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল রশিদ ওই এলাকার মৃত মোজাম প্রামানিকের পুত্র।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৩০ কেজি ওজনের বিষ্ণুমুর্তি ও মোবাইলসহ রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রশিদ দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে প্রতারিত করে ম‚র্তি বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।