টিকা সহযোগিতা বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও গভীর করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ায় এক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগিকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সে বার্তায় সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এছাড়াও, ড. মোমেন করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার পাশাপাশি টিকা উপহারের জন্য জাপানের প্রশংসা করেন। বিশ্বব্যাপী টিকার সহজলভ্যতা ও গতিশীলতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানান।
জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো বার্তায় ড. মোমেন বলেন, আগামী বছর ঢাকা ও টোকিওর বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুদেশই এখন সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব পর্যায়ে উন্নীতের জন্য কাজ করছে।
বাংলাদেশ জাপানকে বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য উন্নয়নের অংশীদার হিসাবে বিবেচনা করে বলেও বার্তায় উল্লেখ করেন মোমেন। এ সময় তিনি টোকিও অলিম্পিকের সাফল্য কামনা করেন।
শনিবার জাপান থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকার এসব টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠিয়েছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো জানান, আগামী ১ মাসের মধ্যে আরও ২৮ লাখ ডোজ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।