মাসখানেক আগেই ওপার বাংলার অভিনয়শিল্পী দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিশতের দাম্পত্যে ছেদ পড়ার গুজব রটেছিল। তখন তারা দুজনেই খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন। কিন্তু সেই গুজবের আগুনে ঘি পড়ল। দেখা গেল, বরখা নিজের স্বামীকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছেন।
যদিও ইন্দ্রনীল এখনও তার স্ত্রীকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করছেন। এর পরেই ফের বলি ও টলিপাড়ায় সন্দেহের উদ্রেক হয়েছে। তবে কি সত্যি সত্যিই এই তারকা দম্পতির ১৩ বছরের সংসার ভেঙে যাচ্ছে? একইসঙ্গে বলিপাড়ার এক সূত্রের খবর, ইন্দ্রনীল এবং বরখা এখন এক ছাদের নিচে থাকছেন না।
এই ঘটনার মধ্যেই মাসখানেক আগে ইন্দ্রনীলের সঙ্গে অভিনেত্রী ইশা সাহার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। ‘তরুলতার ভূত’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। সিনেমাটি মু্ক্তি পাওয়ার আগেই তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায় টলিপাড়ায়। যদিও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে ইশা বলেছিলেন, এই ধরনের কোনও সম্পর্ক নেই তাদের মধ্যে।
অন্য দিকে একটি সংবাদমাধ্যমে ইন্দ্রনীল জানিয়েছিলেন, বরখার সঙ্গে তার সম্পর্ক একদম সুস্থ, স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে কোনও সমস্যা নেই।
ইশার বিষয়ে অভিনেতার বক্তব্য ছিল, ‘এ সব রটনা তৈরি হওয়ার জন্য আমাকে অন্তত কলকাতায় যেতে হবে। ফেব্রুয়ারি মাসে শেষ বার সে শহরে পা রেখেছিলাম কাজের সূত্রে।’
ইন্দ্রনীল যতই সম্পর্কের বিষয়টি পরিস্কার করেন না কেন, স্ত্রী বরখা তাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার পর থেকে বলিউড ও টলিউড প্রেমীদের মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছেই-তবে কী বরখার সঙ্গে সত্যিই বিচ্ছেদ হতে চলেছে অভিনেতার?