পিরোজপুর প্রতিনিধিঃ
নেছারাবাদ উপজেলার বাড়রা গ্রামে পনের বছর বয়সি এক বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরিকে ধর্ষনের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে মেয়েটির পিতা মো: হান্নান বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই প্বার্শবর্তী নান্দুহার গ্রামের উজ্জ্বল(১৫) এবং মকবুল(১৭) নামে দুই নামীয় আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের রোববার সকালে কোর্টে চালান করা হয়েছে। এছাড়া ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
মামলার আইও এস,আই তসলিম জানান, মেয়েটিকে তারা প্রায়ই বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষন করত। পরে মেয়েটি নিজের পরিবারের কাছে বিষয়টি বলে দেয়। পরিবার জানার পরে তার পিতা হান্নান মিয়া শনিবার থানায় এসে অভিযোগ দিলে থানায় মামলা রুজু করা হয়। পরে গভীররাতে ওসি স্যারের নেতৃত্বে মামলার দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মামলার ছয় আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন পলাতক রয়েছে। তাদেরকেও ধরার কঠিন প্রক্রিয়া চলছে।