শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
দেশব্যাপী বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘদিন যাবত চলছে সরকার ঘোষিত লকডাউন। করোনা প্রকোপ ও লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ মানুষদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই রবিবার শিবগঞ্জ পৌর মার্কেট ভবনে ডিলার আমিনুল হক দুদু’র বিক্রয় কেন্দ্রে এ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, ৭নং ওয়ার্ড কাউন্সিরল খ.ম শামীম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল আক্তার মিঠু, ঠিকাদার বুলবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এখান থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দরে কিনতে পারবে।