৫ জুলাই ২০২২, ২১ আষাঢ় ১৪২৯, মঙ্গলবার, ঢাকা, বাংলাদেশ
ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে অজ্ঞাত দূর্বৃত্তদের হাতে আব্দুল আওয়াল (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, শনিবার রাতে আওয়াল মিয়া বাড়ির পাশে রাস্তার মোড়ে চা খেতে গিয়ে সেদিন আর বাড়ি ফিরেনি। রোববার সকালে বাড়ির পার্শ্বে মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। কে বা কারা তাকে খুন করছে তা নির্ণয় করতে পারেনি তার পরিবার ও স্থানীয় লোকজন।
ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহালে দেখা গেছে ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।