ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঈদের আনন্দ কাটাতে কুড়িগ্রামের রাজারহাট থেকে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দেখতে আসে দুই বন্ধু তাইজুল ও সবুজ । কিন্তু স্থলবন্দরে ঘুরা শেষে বাড়ি ফেরা হয়নি তাইজুলের। বাড়ি ফিরেছে তাইজুল ইসলাম (২৫) নামের ঐ যুবকের লাশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের মনজু মিয়ার পুত্র তাইজুল ইসলাম ও তার বন্ধু সবুজ ইসলাম মোটর সাইকেল যোগে রবিবার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দেখতে আসে। স্থলবন্দরে ঘোরাঘুরি করে বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী - কুড়িগ্রাম সড়কের জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি গ্রামের ঘন আমবাড়ী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তাইজুল ও সবুজ মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে পাঠায়। রোববার রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল ইসলামের মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।