দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
কোভিড-১৯ মোকাবেলায় মানিকগঞ্জের দৌলতপুরে, উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চলমান।গত ২৩-০৭-২১ ইং থেকে - ২৫-০৭-২১ ইং পর্যন্ত ৩দিনের মামলার বিবরন।
সরকার ঘোষিত লকডাউন অমান্যকারী আওতাধিন সর্বপ্রকার ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জরিমানা করেন।
এর মধ্যে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার,মোঃ ইমরুল হাছান কর্তৃক ২০টি মামলায় ৪৪০০০ (চুয়াল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীনুর আক্তার কর্তৃক ১৫ টি মামলায় ৫৪০০( পাঁচ হাজার চারশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। সবমিলিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক ২৫-০৭-২১ইং পর্যন্ত, ৩৫টি মামলায় ৪৯ হাজার ৪০০টাকা অর্থদন্ড প্রদান করেন।
এবিষয়ে (২৫-০৭-২১ইং) রবিবার সন্ধা ৬ টা বেজে ৩০মিনিটের দিকে, উপজেলার কলিয়া বাজার স্পটে দারিয়ে, উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে চলতে হবে, জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে অবস্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঔষুধের দোকান ব্যাতীত অন্যান্য প্রয়োজনীয় দোকানপাট সকাল ৯ টা হতে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ আদেশ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।