মেহেরপুর প্রতিনিধিঃ
কঠোরতম লকডাউনের আজ ৪র্থ দিনে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সড়কে যানবাহন চলাচল সীমিতকরণ ও জরুরি প্রয়োজন ব্যাতিত জনগণ বাইরে না আসে তা নিশ্চিতকরণে গাংনী উপজেলার গাংনী পৌরসভা, বামুন্দী,বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বাইরে বের হওয়া ব্যাক্তিদের কারণ জানতে চাওয়া হয় এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার অনুরোধ করা হয়। তবে সড়কে কিছু মটরসাইকেল আরোহীদের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানার আওতায় আনা হয়।
বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৩ জনকে ৭ টি মামলায় ১০৮০০ টাকা ও হেলমেট পরিধান না করায় ২ জন ব্যাক্তিকে ২ টি মামলায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ অভিযানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
জনগনের স্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।