চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর দিক নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের টিম অভিযান পরিচালনা করে যাচ্ছেন।
আজ সোমবার (২৬জুলাই) লকডাউনের ৪তম দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা,জুবায়ের জাহাঙ্গীর ও এস এম আশিস মোমতাজ এর নেতৃতে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ সহগোগিতায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনাকালে তিনি কারণ ছাড়া রাস্তায় বের হওয়া পথচারী,অটোরিক্সা ও বিভিন্ন মার্কেটের দোকানদারকে চলমান লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোট ১০টি মামলায় ৪ হাজার ৪০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা মোকাবিলায় বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে দেখা যায়।