কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক দরিদ্র কৃষকের ২য় শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে শাকিল খাঁন (১৮) নামের এক লম্পট। এই ঘটনায় ধর্ষিতা শিশুর পরিবার র্যাবে অভিযোগ করলে, বাড়ি এসে বিভিন্ন হুমকি দিচ্ছে ধর্ষক শাকিলের বাবা ও চাচা।
শিশুর বাবা বলেন, আমাদের মেয়ে প্রায় দুধ নিয়ে ধর্ষক শাকিলের বাড়িতে যেতো আর তখনই সে ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে আমার ৮ বছরের শিশু মেয়েকে ধর্ষণ করতো। বিষয়টি আমরা জানতাম না, হঠাৎ মেয়ে যৌনাঙ্গে সমস্যার দেখা দিলে, আমরা গেঁজ জাতীয় সমস্যা মনে করে সোমবার (১৯ জুলাই) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাই। তখন ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার করে জানায়, তার সাথে এমন কিছু হয়ে থাকতে পারে। তখন আমরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায়, শাকিল তার সাথে দুধ নিয়ে গেলে প্রায় এমন করে এবং কাউকে বললে মেরে ফেলবে বলে ভয় দেখায়।
এই ঘটনার পর শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব ১৪ এর একটি টিম গত শনিবার (২৪ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে ধর্ষক শাকিলকে ধরতে ব্যর্থ হয়। র্যাবের অভিযানের কারণে ধর্ষক শাকিলের বাবা হারিছ মিয়া ও বড় চাচা কুদ্দুস মিয়া ধর্ষিতা শিশুর বাড়িতে এসে বিভিন্ন প্রকার হুমকি সহ ঘটনা নিয়ে বাড়াবাড়ির ফল ভালো হবে না বলে হুশিয়ারি দেয়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি তবে এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।