পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের প্রহারে আহত বুলবুল হোসেন (৪৫) মারা গেছে । সে ব্যক্তি উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রামে মৃত আইনুদ্দিনের পুত্র। গত রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়না তদন্তে লাশ মর্গে প্রেরণ করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর গ্রাম সংলগ্ন বটতলী বাজার জামে মসজিদের ট্যাবের পানি নষ্ট করাকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ খানেক পূর্বে একই গ্রামের মৃত ওসমান আলীর পুত্র আলম মিয়া (৪২) ও মৃত আমিরুল ইসলামের পুত্র রোমান মিয়া (মানষিক ভারসাম্যহীন) বুলবুল হোসেনকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে বুলবুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মেডিকেলে ৪দিন চিকিৎসার পর আলম মিয়া গত ২৩ জুলাই বুলবুলকে কৌশলে বাড়ি নিয়ে আসে এবং আলমের মা ছোলেমা বেওয়ার ঘরে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এক পর্যায়ে রোববার দুপুরে বুলবুল মারা যায়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান ও পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নিহতের ভাতিজা আল আমীন বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।