ভারতের প্রথম রাজ্য হিসেবে এক কোটির বেশি মানুষকে করোনাভাইরাসের টিকার উভয় ডোজ দেওয়ার মাইলফলকে পৌঁছেছে মহারাষ্ট্র। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্য টিকাদানের এই মাইলফলক পেরিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রাজ্যের স্বাস্থ্যসচিব ডা. প্রদীপ ভায়াস বলেছেন, মহারাষ্ট্রে এক কোটিরও বেশি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ করে নিয়েছেন।
দেশটির করোনা টিকাদানের হালনাগাদ তথ্য প্রকাশের সরকারি ওয়েবসাইট কোউইন বলছে, সোমবার পর্যন্ত মহারাষ্ট্রে এক কোটি ৬৪ হাজার ৩০৮ জনকে করোনার টিকার উভয় ডোজ করে দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত অন্তত এক ডোজ করে টিকা পেয়েছেন রাজ্যের ৩ কোটি ১৬ লাখ ৯ হাজার ২২৭ জন।
রোববারও মহারাষ্ট্রের ৭০৫টি কেন্দ্রে করোনার টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৫৬৮ জন। দেশটির সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রে ৪ কোটি ১৩ লাখ ১ হাজার ১০৫ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সী এক কোটি ৪ লাখ ১৬ হাজার ৬১৪ জনকে করোনা টিকার অন্তত এক ডোজ করে দেওয়া হয়েছে। গত ১ মে এই জনগোষ্ঠীর মাঝে টিকাদান শুরু হওয়ার পর ৪ লাখ ৫৯ হাজার ৯২৭ জনকে ইতোমধ্যে দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে।
এছাড়া রাজ্যের ১২ লাখ ৮৫ হাজার ৪৪৯ জন স্বাস্থ্য সেবা কর্মীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮ লাখ ৯৭ হাজার ২৪৩ জন দ্বিতীয় ডোজও পেয়েছেন।
একইভাবে সোমবার পর্যন্ত রাজ্যের সম্মুখসারির ২১ লাখ ১৩ হাজার ৬৭৮ কর্মী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ লাখ ৮ হাজার ৮৯১ জন। অন্যদিকে, দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে ৪ কোটি ৪৪ লাখ ১২ হাজার ৭৭৬ ডোজ এবং গুজরাটে ৩ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪৩০ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। রাজস্থানে টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৮৫৯ জনকে।
টিকা প্রয়োগের মাইলফলকে পৌঁছালেও মহামারির প্রকোপ এখনও শেষ হয়নি মহারাষ্ট্রে। রোববার দেশটির এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৩ জন এবং প্রাণ গেছে ১২৩ জনের। এ নিয়ে মহারাষ্ট্রে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৪ হাজার ৯২২ জনে এবং প্রাণ হারিয়েছেন মোট ১ লাখ ৩১ হাজার ৫৫২ জন। বর্তমানে এই রাজ্যে সক্রিয় রোগী আছেন ৯৪ হাজার ৯৮৫ জন।
একই দিন রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ২১২ জন করোনা রোগী। ফলে মহারাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৫ হাজার ২৯ জনে এবং বর্তমানে সেখানে সক্রিয় রোগী আছেন ৯৪ হাজার ৯৮৫ জন। মহারাষ্ট্রে করোনা থেকে সুস্থতার হার ৯৬ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ২ দশমিক ০৯ শতাংশ।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল ইন্ডিয়া।