নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মডেল থানায় গত ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। গত ২৪ ঘন্টায় নেত্রকোনা মডেল থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে লক্ষীগঞ্জ ইউনিয়নের বিরামপুর এলাকা হইতে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইকুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে চল্লিশা ইউনিয়নের সনুড়া এলাকা হইতে চোরাই মোটরসাইকেলসহ আসামী মোঃ খায়রুল ইসলাম (৩২) এবং ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মাসুদ মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও মৌগাতী ইউনিয়নের কয়ারকান্দা এলাকা হইতে টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে জুয়াড়ী আসামী মোঃ আবুল কালাম আজাদ (৩০), মোঃ জালাল উদ্দিন (৩৬), মোঃ শাহ আলম (২৮), মোঃ লাল মিয়া (৩৮), মোঃ রিয়াদ হাসান (২১) এবং মোঃ রাকিব মিয়া (২১) কে গ্রেফতার করা হয়।
এবং বিভিন্ন অপরাধের দায়ে রুজুকৃত মামলার আসামী মোঃ আল্লাদ মিয়া (৪০), আসামী মোঃ রিপন মিয়া (২৫) ও মোছাঃ রিংকু আক্তার (২১) দেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায় আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।