মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত নিষেধাজ্ঞা চলমান বিধিনিষেধ নিশ্চিতে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও তৎপর রয়েছে সেনাবাহিনী।
মৌলভীবাজারে রোজ মঙ্গলবার (২৭জুলাই) সেনাবাহিনী সদস্যদের কার্যক্রম ও লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. শেরাফ উদ্দীন খাঁন ও ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজরঃ জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
রোজ মঙ্গলবার শহরের কুসুমবাগ এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শন শেষে করোনা পরিস্থিতির এ সংকটময় অবস্থায় সকলকে সরকার প্রদত্ত বিধিনিষেধ যথাযথভাবে পালনের আহ্বান জানান ও সকলকে সচেতন হওয়ার বার্তা দেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানসহ অনেকে।