মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন 'স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে'। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মোট অক্সিজেন সিলিন্ডার দাঁড়ালো ৪১টি।
রোজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদ্দাছির বিন আলী অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে কুলাউড়া পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপুল, পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, পরিবেশ মন্ত্রীর একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক, সদস্য আব্দুল মুহিত, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন ও সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা ফাউন্ডেশন ইউকের বড়লেখা প্রতিনিধি রেজাউল করিম মিন্টু প্রমুখ উপস্থিত থেকে কতৃপক্ষের নিকট হস্তান্তর করেন।