জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ও তার স্ত্রীর উপর হামলাকারী বধুয়া গার্মেন্টসের মালিক রাসেল খন্দকারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানভির আহামেদ এ আদেশ দেন। জামালপুর কোর্ট পুলিশ এর জিআরও শাহাজান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন সাংবাদিক নাদিম। মামলা নং-৩০।
উল্লেখ্য যে, চলমান সরকারী বিধিনিষেধ এর মধ্যেও গত রবিবার বকশীগঞ্জ বাজারের বধুয়া ফ্যাশন নামের দোকানটি খোলা রেখে পণ্যবিক্রি করছিল।বিষয়টি সাংবাদিক নাদিমের নজরে এলে দোকানটির ছবি তুলে এবং তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ফেসবুকে ছবি পোস্টের ঘটনার জের ধরে সোমবার দুপুরে সাংবাদিক নাদিম তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলে বধুয়া ফ্যাশনের সামনে দিয়ে বাসায় ফেরার পথে দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে তাদের পথরোধ করে মারধর শুরু করেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাসেলকে আটক করে।