কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কেন্দ্রীয় ভাবে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নির্দেশনা দেওয়া হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচরে সেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন হয়নি। হয়নি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা বা দলীয় পতাকা উত্তলন।
মঙ্গলবার ২৭ জুলাই সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, বিষয়টি আহ্বায়ক কমিটি কেউ জানতেন না। স্থানীয় সাংবাদিকগণ সন্ধ্যায় কুলিয়ারচর প্রেসক্লাবে বসে কুলিয়ারচর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমর ফারুক ওমরিত মিয়াকে মুঠোফোনে ফোন দিয়ে আজকে তাদের কোনো কর্মসূচি ও পোগ্রাম ছিলো কিনা জানতে চাললে তিনি হতভম্ব হয়ে যান এবং কিসের প্রোগ্রাম জানতে চান। এরপর আজ সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো, এই নিয়ে কোনো কর্মসূচি পালন করছেন কিনা জানতে চাইলে তিনি আবার হতভম্ব হয়ে যান এবং কোনো সু-উত্তর দিতে পরেননি, একপর্যায়ে বলেন আমি ৪ দিন ধরে অসুস্থ তাই পালন হয়নি।
এর পর রাত ৮ টায় ফেসবুকে "সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে কিছু জানেন না আহ্বায়ক" সাংবাদিকদের পক্ষে এমন স্ট্যাটাস দেওয়া হলে ঘুম ভাঙে আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদেরও। ফেসবুকে প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন পোস্ট করতে শুরু করেন তারা।
জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ দেশব্যাপী প্রতি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি দেয়। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন অসহায় ও গরিবদুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ কমর্সুচী পালনে কেন্দ্রীয় ভাবে নির্দেশনা দেওয়া ছিলো। যার কোনোকিছুই জানতেন না কুলিয়ারচর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি।