পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের কপোতাক্ষ নদ থেকে অর্ধগলিত বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে থানা পুলিশ লাশ উদ্ধার ও ফরেনসিক আলামত সংগ্রহ করেছে।
থানার ওসি মোঃ এজাজ শফী জানান, বুধবার দুপুরের দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর এলাকায় সাবেক ইউপি সদস্য সন্তোষ এর বাড়ির সন্নিকটে কপোতাক্ষ নদে চিংড়ী পোনা আহরণকারী কয়েকজন ব্যক্তি একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।
এ সময় সিআইডি ও পিবিআই এর ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। লাশটি ৪০/৪৫ বছর বয়সের পুরুষের মত দেখতে। ২/৩ দিন আগে কে বা কারা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে ইট বাঁধা অবস্থায় বস্তাবন্দী করে নদীতে ফেলে দিতে পারে বলে ধারণা করছে পুলিশ। লাশটি সনাক্তের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।