২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯, শুক্রবার, ঢাকা, বাংলাদেশ
গাইবান্ধা প্রতিনিধিঃ
করোনা কোভিড-১৯ মোকাবেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীরত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, ৬৬ পদাতিক ডিভিশন ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ক্যাপটেন্ট মাহির, সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।