৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯, বুধবার, ঢাকা, বাংলাদেশ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের দুই গ্রæপের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুই জন গুরুতর আহত হয়েছে। এসময় কর্তন করা হয়েছে ছাত্রনেতা রাকিবুল ইসলামের (২২) ডান হাতের কব্জি।
গতকাল রাত নয়টার দিকে মিঠাগঞ্জ ইউপির তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা রায়হান (২৫) গ্রæপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এসময় রায়হানকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্বজনরা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উভয় পক্ষের দুইজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।