পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম বার্ষিকী ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সভায় অংশ গ্রহণ করেন সহকারি কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক অজিত কুরমার সরকার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।
আরও ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষক ইমরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল। সভায় করোনার কারনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ক্যাপ্টেন শেখ কামাল ও বিজ্ঞানী পিসি রায় জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।