ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে অসহায় ও গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বেলা বারোটার দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উদ্যোগে ও মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসানের নেতৃত্বে ফরিদপুর শহরস্থ কাঠপট্টির মোড়ে অন্তত ২শ জন গরীব ও দুঃস্থ্য মানুষের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নেতা আবু নাঈম শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি আক্কাস হোসেন, দপ্তর সম্পাদক অনিমেষ রায় ,আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী সহ দলের অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ থাকে যে, দৈনিক ২০০ জন করে তিন(০৩) দিনে মোট ৬০০ জনের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে। আগামী কাল ও তার পরের দিন স্টেশন বাজার ও ভাঙ্গা রাস্তার মোড়ে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।