বগুড়া অফিসঃ
বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭জন এবং উপসর্গে ৯জনের মৃত্যু হয়েছে। জেলার তিন হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মৃত ব্যক্তিরা হলো বগুড়া সদরের তৌহিদা খানম (৭০), বিউটি বেগম (৪৫) সোনাতলার জহুরুল ইসলাম(৭৯)। সারিয়াকান্দির রহিমা (৬০)। এছাড়াও বগুড়া জেলার বাহিরের তিনজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ নমুনায় ১৩৭জন করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৫১জন, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৫, এন্টিজেন পরীক্ষায় ২৫২ নমুনায় ৬৬জন। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৫জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ৮৮, শেরপুরে ১২, কাহালুতে ১০, ধুনটে ৬, শাজাহানপুরে ৬, নন্দীগ্রামে ৫, আদমদীঘিতে ৪, সারিয়াকান্দিতে ২, শিবগঞ্জে ২, দুপচাঁচিয়া ও গাবতলীতে একজন করে। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ২২৩জন। বগুড়ার নতুন ৪জনসহ ৫৭২জন।
এ নিয়ে জেলায় ১৮ হাজার ৯৯৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৬ হাজার ৮৬১জন। ১ হাজার ৫৬১জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।