রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছে। গতকাল শনিবার রাত আনুমানিক নয়টার দিকে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রীজের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিং-এর মালামাল ছিল বলে জানায় স্থানীয়রা।
নিহতের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মাদারীপুর সদর উপজেলার সোহান হোসেন (২৬) ও পুলক হোসেন (২৫)। বাকিরা ট্রাকের শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় জানান, ভোলা থেকে ছাদ ঢালাইয়ের সেন্টারিং-এর মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে এলে মহাসড়ক থেকে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের উপর পরে। এসময় ব্রিজের টোলের দুই কর্মচারীসহ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরেক জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেয়ার পরে আরো দুই জন মারা যান।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় রয়েল হাসপাতালে নেয়ার পর আরো ১ জন মারা গেছে। দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।