কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। সোমবার ভোররাতে ভারতের দুর্গানগর ক্যাম্পের বিএসএফ টহলদল তাদেরকে সীমান্ত থেকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করে।
এর আগে একই দিনে ফুলবাড়ী উপজেলা দিয়ে ভোররাত সাড়ে ৩টার দিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানরা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
বিজিবি সূত্র জানায়, ভূরুঙ্গামারী সীমান্তে আটককৃত বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতীয় সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ কালে বিএসএফ হাতে ধরা পরে। পরে বিএসএফ বিজিবিকে আটকের বিষয়টি জানালে বাংলাদেশের অনুরোধে বিকেল ৩টায় ভোটেরহাট নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি’র বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আশরাফ আলী ও ভারতীয়দের পক্ষে ১৯২ বিএসএফ দুর্গানগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ওমেশ চন্দ্র নেতৃত্ব দেন।
আটক বাংলাদেশীরা হলেন, নাগেশ^রী উপজেলার স্কুল হাটের খারুগঞ্জ গ্রামের মৃত: কসিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬৫) তার স্ত্রী খোদেজা বেগম (৪০), ডাগলা বাজারের মুক্তারকুরি গ্রামের বাসিন্দা বাছা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭) তার স্ত্রী জুলেখা বেগম(২৫) সন্তান সুমাইনা খাতুন(০৫) এবং ফুলবাড়ি উপজেলার গংগারহাটের বানিয়াটারি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০)তার স্ত্রী আমিনা বেগম (৩৫) সন্তান আরিফুল ইসলাম (১৬),আরমান(০৫), গংগারহাটের সামপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে হাফিজুল ইসলাম(২৭)।
বিনা পাসর্পোটে বাংলাদেশে প্রবেশের অপরাধে বিজিবি আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে ভ‚রুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন ভূরুঙ্গামারী বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীম হোসেন জানান, বিজিবি কর্তৃক ১০জন বাংলাদেশীকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছেন। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার প্রক্রিয়া চলছে।